ট্রলারডুবির ৬ দিন পর মিললো শিশুর মরদেহ
নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবির ৬ দিন পর উদ্ধার হলো ১৩ মাস বয়সী শিশু তাসফিয়ার মরদেহ। উদ্ধার অভিযানের সপ্তম দিনে মঙ্গলবার সকালে ধর্মগঞ্জের নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ নিয়ে নিখোঁজ ১০ জনের মরদেহ উদ্ধার হলো অভিযানে।
দুর্ঘটনার প্রধান তদন্তকারী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, সকালে ধর্মগঞ্জে নদীর পাড়ে শিশুটির মরদেহটি ভেসে দেখা যায়। পরে নৌ পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments
Post a Comment